Thursday, 1 November 2018

বিশ্বব্যাঙ্কের ‘ব্যবসার অনুকূল পরিবেশ’ সংক্রান্ত র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ উন্নতি ভারতের

<strong>নয়াদিল্লি</strong>: বিশ্বব্যাঙ্ক প্রকাশিত ‘ব্যবসার অনুকূল পরিবেশ’ সংক্রান্ত র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ উন্নতি হল ভারতের। আজ প্রকাশিত হওয়া এই তালিকায় ৭৭ নম্বরে ভারত। গত বছর ভারত ছিল ১০০ নম্বরে। সবচেয়ে বেশি আর্থিক উন্নতি হয়েছে, এমন ১০টি দেশের মধ্যে আছে। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার ফলে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ার সম্ভাবনা উজ্জ্বল। নরেন্দ্র মোদী

from home https://ift.tt/2Q9RJsn

No comments:

Post a Comment